সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদ সদস্যরা শুধু সংসদে এবং সংসদীয় কমিটিতে যা বলেন, তার জন্য দায়মুক্তি পান। বাকি সবকিছুর জন্য রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের মতোই তাঁরা অধিকার ভোগ করেন।
source https://www.prothomalo.com/bangladesh/এটি-গুরুতর-অসদাচরণ-সাংসদের-দায়মুক্তির-সুযোগ-নেই
0 মন্তব্যসমূহ