সকালবেলা গরম চায়ের সঙ্গে খবরের কাগজ পড়া বাঙালির অভ্যাস। শুধু সকাল কেন, ঘুরেফিরে, চলতি পথে, কাজের ফাঁকে, বন্ধুর আড্ডায়, খেলার ছলে দিনের নানা সময় নানা বয়সের মানুষ খবরের কাগজ পড়ে। অনলাইন আর ফেসবুকের যুগেও আগ্রহ নিয়ে সংবাদপত্র পড়তে দেখা যায় অনেককে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে এমনই কিছু ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন