করোনার প্রভাবে দেশে দারিদ্র্য বেড়েছে, এ কথা এত দিন নানাভাবে বলা হয়েছে। এবার সানেমের নিজস্ব জরিপে জানা গেল, করোনার প্রভাবে দেশে সার্বিক দারিদ্র্যের হার (আপার পোভার্টি রেট) বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। দেশব্যাপী খানাপর্যায়ের জরিপের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ