‘বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট।’ কাউকে অনুসরণ না করে সম্পূর্ণ নিজেদের ধরনের ক্রিকেট খেলা। যে ক্রিকেটটাকে দেখে মানুষ বলবে, ‘ওই যে দেখ, ওরা বাংলাদেশের মতো খেলছে।’ এখন যেমন কেউ খুব ভালো খেললে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে তুলনা হয়।