মাঝেমধ্যে কেন যেন মন খারাপ হয়ে যায়! মন খারাপের কোনো কারণ নেই! ভালোবাসার ঘর! প্রেমিক স্বামী, আদরের বাচ্চাকাচ্চার খুনসুটিতেও কেন যেন মন আটকে থাকে না মাঝেমধ্যেই। মন যে কোথায় পালায় সে দিনগুলোতে! কোথায় পালাতে চায় সুমনা বুঝতেও পারে না। এত ভালোবাসার মধ্যেও সে খুঁজে বেড়ায় তাকে, যে সুমনাকে কোনো দিনও ভালোবাসেনি।
from প্রথম আলো https://www.prothomalo.com/life/durporobash/মন-খারাপের-ক্ষণ
0 মন্তব্যসমূহ