মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন-পরবর্তী বিচার শুরু হওয়ার কথা আগামী ৯ ফেব্রুয়ারি। কিন্তু তার আগে মঙ্গলবার সে বিচারকাজে বাদ সেধে বসলেন কেন্টাকি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল।

source https://www.prothomalo.com/world/usa/ট্রাম্পের-বিচার-কি-শুরুর-আগেই-শেষ