৬ জানুয়ারির পর ট্রাম্পের সব আশা ধুলায় মিশে যায়। এরপর ট্রাম্পও তাঁর আইনজীবী জুলিয়ানির সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। হোয়াইট হাউসকে নির্দেশ দেওয়া হয়েছে, জুলিয়ানির কোনো ফি যাতে দেওয়া না হয়। একই সঙ্গে হোয়াইট হাউসে জুলিয়ানির কোনো ফোন না ধরার জন্যও বলে দেওয়া হয়েছে।
from প্রথম আলো https://www.prothomalo.com/world/usa/জুলিয়ানির-ফি-দিচ্ছেন-না-ট্রাম্প
0 মন্তব্যসমূহ