প্রায় এক বছর ধরে কোভিড–১৯ মহামারি জাতীয় অর্থনীতিতে আঘাত হেনে চলেছে। বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। যাঁরা এ দুর্ভাগ্য এড়াতে পেরেছেন, তাঁদের আয় কমে গেছে। অনানুষ্ঠানিক খাতের কত মানুষ কতভাবে আর্থিক চাপ ও দুর্দশায় পড়েছেন, তা বলা কঠিন।