এই একটি কবিতাই ২২ বছর বয়সী অ্যামান্ডা গোরম্যানকে নিয়ে এসেছে আলোর ঝরনাধারার নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে বাড়ছে তাঁর অনুসারী। কবিতাটি তিনি পড়েছিলেন ২০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে। নিজের শহর লস অ্যাঞ্জেলেসে অ্যামান্ডা গোরম্যান যখন যুব সভাকবি হন, তাঁর বয়স তখন ১৬। এর তিন বছর পর, ২০১৭ সালে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় যুব সভাকবি হন তিনি। তাঁর কাব্যগ্রন্থ একটি, দ্য ওয়ান ফর হুম ফুড ইজ নট এনাফ, বেরিয়েছে ২০১৫ সালে।
0 মন্তব্যসমূহ