নয় বছর পার হয়ে গেল, সরকারের সাশ্রয়ী ব্র্যান্ডের ল্যাপটপ ‘দোয়েল’ এখনো সাধারণ গ্রাহকের ল্যাপটপ হয়ে উঠল না। নাম লেখাতে পারল না সরকারি দপ্তরের কেনাকাটার তালিকায়ও। অথচ এই সময়ের মধ্যে দেশীয় বেসরকারি কোম্পানি বাজারে নিজস্ব ল্যাপটপ ব্র্যান্ড প্রতিষ্ঠা করে ফেলেছে। দোয়েল কেন পারল না?